শোক দিবসের প্রক্কালে বের হলো কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের আরেকটি গবেষণামূলক গ্রন্থ ‘বহির্বিশ্বের ডাক টিকিটে বঙ্গবন্ধু’। চার কালারের এই তথ্যমূলক গ্রন্থটি প্রকাশক করেছে কবি প্রকাশনী।
উল্লেখ্য, বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর গবেষণাগ্রন্থ ‘সাহিত্যের শুভ্র কাফনে শেখ মুজিব’ বের হ্যেছিলো ১৯৯১ সালে। সেই ধারাবাহিকতায় আজ বের হলো- ‘বহির্বিশ্বের ডাক টিকিটে বঙ্গবন্ধু’। লন্ডনে বঙ্গবন্ধু প্রাইমারি স্কুল নিয়ে গত বছরও ১৫ আগস্ট পাঞ্জেরি বের হয়েছিলো তাঁর আরেকটি ব্যতিক্রমধর্মী কিশোর উপন্যাস।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশ্বের ১৩টি দেশ থেকে স্মারক ডাকটিকিট প্রকাশ পেয়েছে। কিন্তু আর কোনো বিশ্ব নেতাকে নিয়ে তা হয়নি। যা হয়েছে, তা নিজ নিজ দেশের ডাকটিকিটেই সীমাবদ্ধ।
লেখক জানিয়েছেন, ‘এই বিরল এবং গুরুত্বপূর্ণ বিষয়টির রেকর্ডভুক্ত নেই, সংগ্রহশালা অর্থাৎ ফিলাটেলি নেই। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ অফিসিয়াললি কোনো নথিপত্র নেই। গত দুই বছর ধরে ঐতিহাসিক কাজ করতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন দূতাবাস, ডাক বিভাগে তথ্য চেয়ে ব্যর্থ হয়েছি, বিমুখ হয়েছি। কিন্তু হতাশ হইনি’।
তার দৃষ্টান্ত ‘বহির্বিশ্বের ডাক টিকিটে বঙ্গবন্ধু’। বইটির গুরুত্ব বিবেচনায় দ্বিভাষিক করা হয়েছে। আর তা অনুবাদ করেছেন বিপাশা চক্রবর্তী।
বঙ্গবন্ধু গবেষক সাইফুল্লাহ মাহমুদ দুলাল বঙ্গবন্ধুকে নিয়ে এ পর্যন্ত ১২টি বই রচনা করেছেন এবং সম্পাদনা করেছেন আরো চারটি বই। তাঁর উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে- শিল্প সাহিত্যে শেখ মুজিব, ইনডেমনিটি অধ্যাদেশ : মুজিব হত্যা মামলা, কানাডায় খুনি নূর চৌধুরী, আমার সঙ্গে শেখ মুজিবের দেখা হবে আজ, বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, বঙ্গবন্ধু প্রাইমারি স্কুলঃ বেথনাল গ্রীন লণ্ডন, বঙ্গবন্ধুসমগ্র।