অমর একুশে বইমেলা-২০২৪ প্রকাশ হয়েছে বিপাশা চক্রবর্তীর ‘নক্ষত্রবীথি: বিশ্বসাহিত্যের নির্বাচিত প্রবন্ধ’। বইটি প্রকাশ করেছে অনন্যা। পাওয়া যাবে বইমেলা অনন্যার প্যাভিলিয়নে।
বিপাশার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে: ‘আলোয় ভিন্ন চোখে’, ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’, ‘বিখ্যাত নারীদের গল্পগাথা’, ‘অক্তাভিও পাস: কথায় কথায় বহু দূর’। বাংলা থেকে ইংরেজি অনুবাদ গ্রন্থ: ‘কয়ড়া গ্রামে বুনো হাতি’ ও ‘বর্হিবিশ্বে ডাকটিকিটে বঙ্গবন্ধু’।
বইটি সম্পর্কে লেখক জানান, মর্ত্যলোকের অসংখ্য নক্ষত্রের রূপালি আগুনে বিষয় বৈচিত্র্যের অসংখ্য শিখায় প্রজ্জ্বলিত এই বইয়ের সূচিপত্র। প্রতিটি পৃষ্ঠা ভাষিক মমতা আর লালিত্যে মধুর। ভাষার জমিনে সযত্নে ফুটিয়ে তোলা নান্দনিক নকশানিচয়। যা কেবল চক্ষুজুড়ানোই নয়, বিষয়ের বৈভবেও আকর্ষণীয়। এ বইয়ের সঙ্গী হওয়া মানেই বিশ্ব নাগরিকত্বের মর্যাদায় নিজেকে উন্নীত করা।