আজ ৭ সেপ্টেম্বর, আজ বিজ্ঞানবিষয়ক লেখক, অনুবাদক বিপাশা চক্রবর্তীর জন্মদিন। ১৯৮৭ সালের আজকের এই দিনে তিনি নারায়ণঞ্জে জন্মগ্রহণ করেন।
বিপাশা চক্রবর্তী বরিশাল সরকারী বিএম কলেজ থেকে সমাজকর্মে মাস্টার্স করেন। ২০০৬ সাল থেকে দেশের বিভিন্ন বিজ্ঞান পত্রিকাসহ সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সামাজিক মিথস্ক্রিয়া বিষয়ে নিয়মিত লিখেছেন তিনি। তার শিল্প-সাহিত্যবিষয়ক লেখাগুলোও সবমহলে দৃষ্টি কেড়েছে।
একসময় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট ও সেন্টার ফর ডেভেলপমেন্ট কমুনিকেশনে খণ্ডকালীন গবেষক হিসেবে কাজ করেছেন। এছাড়া যুক্তি ছিলেন বিভিন্ন চ্যানেলেও।
এই পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ: অন্য আলোয় ভিন্ন চোখে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, কয়ড়া গ্রামে বুনো হাতি (ইংরেজি অনুবাদ), খ্যাতিমান নারীদের জীবনী।
মন্তব্য